শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আটক ১ : ঠাকুরপুরে কেডসের সোল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-১১-২০১৭ ইং
আটক ১ : ঠাকুরপুরে কেডসের সোল উদ্ধার
দামুড়হুদার ঝাঝাডাঙ্গা থেকে ফেনসিডিলসহ ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দামুড়হুদার ঝাঝাডাঙ্গা ও ঠাকুরপুর গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল ও কেডস্রে সোল উদ্ধার করেছে। এ সময় ঝাঝাডাঙ্গা থেকে একজনকে আটক করা হয়। বিজিবি জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার ঝাঝাডাঙ্গায় অভিযান চালায়। এ সময় ঝাঝাডাঙ্গা পাকা রাস্তার উপর হতে পিন্টু মোল্লা (৩০) একজনকে আটক করা হয়। তার কাছ থেকে বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত পিন্টু মোল্লা বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের সারোয়ার মোল্লার ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮শ’ টাকা।  আটককৃত আসামীকে মালামালসহ দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। এদিকে, রোববার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের বাশঁবাগান নামক স্থান হতে ২০০ জোড়া ভারতীয় কেডস্রে সোল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত ২ বোতল ফেনসিডিল এবং ২০০ জোড়া কেডস্রে সোলের সর্বমোট মুল্য ৬০ হাজার ৮০০ টাকা।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা