বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার জামালপুরে পিকআপ-আলমসাধু সংঘর্ষে আহত ১

  • আপলোড তারিখঃ ২০-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গার জামালপুরে পিকআপ-আলমসাধু সংঘর্ষে আহত ১
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার জামালপুর গ্রামের বাদামতলা নামক স্থানে মাছভর্তি মিনি পিকআপ ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামের এক আলমসাধু চালক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। জানা গেছে, গতকাল রবিবার বেলা ১টার সময় যশোর কেশবপুর থেকে মাছভর্তি মিনি পিকআপ সরোজগঞ্জ মাছের আড়ৎ যাবার পথিমধ্যে জামালপুর গ্রামের মধ্যে পৌছালে হঠাৎ  গাড়ির সামনের চাকা ফেটে যায়। এতে করে গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে সরোজগঞ্জ থেকে ছেড়ে আসা তিতুদহ ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামের বসতিপাড়ার নবাই মন্ডলের ছেলে আলমসাধু চালক নজরুল ইসালামের গাড়ির সাথে ধাক্কা দেয়। আলমসাধুসহ পিকআপ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। পিকআপের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে আলমসাধু গাছের সাথে ধাক্কা খেয়ে নজরুলের একটি পা ভেঙ্গে যায়। এদৃশ্য দেখার পর স্থানীয়রা দৌড়ে এসে নজরুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরন করে। বর্তমানে পিকআপটি কালুপোল বাজারে একজনের জিম্মাই আছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ