সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এখন আর কেউ শুধু উন্নয়ন চাই না; সবাই টেকসই উন্নয়ন চাই

  • আপলোড তারিখঃ ২০-১১-২০১৭ ইং
এখন আর কেউ শুধু উন্নয়ন চাই না; সবাই টেকসই উন্নয়ন চাই
চুয়াডাঙ্গায় এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এসএম শাফায়েত: এখন আর কেউ শুধু উন্নয়ন চাই না; সবাই টেকসই উন্নয়ন চাই। জনগণ এখন আর কেবল উপকারভোগী নয়, তারা দেশের উন্নয়ন অংশীদার। টেকসই উন্নয়নে সকল কাজ তাদেরকে সম্পৃক্ত করে করতে হবে। এসডিজি বাস্তবায়নে মানবসম্পদ তৈরি করতে হবে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়নে অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এসব কথা বলেন। তিনি আরো বলেন এমডিজি থেকে এসডিজির পরিসর অনেক বড়। বাংলাদেশ এমডিজি অর্জনে সাফল্য দেখিয়েছে। সবাই পরিকল্পিতভাবে কাজ করলে এসডিজি অর্জনও সম্ভব হবে। তবে এত বিশাল কাজ সম্পন্ন করতে হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করতে হবে। এসডিজিতে ১৭টি লক্ষ্য, ১৬৯ টি টার্গেট রয়েছে। মানুষের সাথে এখন যন্ত্রের সম্পর্কটা সবচেয়ে ভালো; এটাও এসডিজির অন্যতম লক্ষ্য। সবাই একসাথে কাজ করলে এসডিজি অর্জনে আমরা সফল হব। বিনিয়োগ না করলে কর্মসংস্থান হবে না। গার্মেন্টস বিনিয়োগ এ দিকদিয়ে স্বর্ণদ্বার খুলে দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা পরিষদ সচিব নূরজাহান খানম, সিভিল সার্জন ডা. মো. খাইরুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ। এ ছাড়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা পৌর প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগণ ও শিক্ষার্থীসহ মোট ১’শ জন ১০টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। এ আয়োজনের সার্বিক সহযোগিতা করছে জাতিসংঘ ভিত্তিক সংস্থা ইউএনডিপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইউনিট, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। কর্মশালার প্রথম পর্বে এসডিজি অর্জনে স্থানীয়করণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। মধ্যাহ্ন বিরতির পর কর্মশালার দ্বিতীয় পর্বে ব্যক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তারসহ অংশগ্রহণকারী ১০টি ইউনিটের দলনেতাগণ। কর্মশালায় দলীয় উপস্থাপনায় এসডিজি অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন শ্রেণি পেশার বিশেষজ্ঞগণ। পাশাপাশি তারা এসডিজিতে বাইরের অর্থায়ন হওয়ার সম্ভাবনা কম থাকায় নিজস্ব বিনিয়োগ আর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন।


কমেন্ট বক্স