চুয়াডাঙ্গার তিতুদহের ছিলিন্দিপাড়ার ভিক্ষুক নুর মোহাম্মদের
- আপলোড তারিখঃ ১০-১১-২০১৭ ইং
বিনা চিকিৎসায় অসহ্য যন্ত্রণা নিয়েই দিন পার
আকিমুল ইসলাম: চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের সিলিন্দিপাড়ার নুর মোহাম্মদ। পেশায় ভিক্ষুক নুর মোহাম্মদের যেমন করা হয়নি পূনর্বাসন, তেমনই চিকিৎসায়ও তিনি পাচ্ছেন না কোন সাহায্য। ৭০ বছর বয়সী নূর মোহাম্মদ কিছুদিন আগেও এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভিক্ষা করেই চালাতেন সংসার। দুই নাতীসহ স্বামী পরিত্যক্তা মেয়ে এবং পরিবারের অন্যান্যদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতেন তিনি। কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাসে বর্তমানে তিনি মূমুর্ষূ অবস্থায় বিছানাগত। টাকার অভাবে বিনা চিকিৎসায় অসহ্য যন্ত্রনায় ছটফট করতে করতেই পার করছেন দিন। গত দেড়মাস আগে নুর মোহাম্মদ অসাবধানতাবসত পা পিছলে পড়ে যান। এতে তার মেরুদন্ডের কিছুটা অংশ ভেঙ্গে যায়। পরে তাকে চুৃয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে নুর মোহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পূর্বের চিকিৎসার টাকা এ পর্যন্ত বহু কষ্টের মধ্যে জোগাড় করলেও আগামীতে চিকিৎসার জন্য যে পরিমান অর্থের প্রয়োজন তার ব্যবস্থা তো দূরের কথা, বর্তমানে প্রায় দিনই তার পরিবারকে অনাহারে দিন অতিবাহিত করতে হচ্ছে। এ বিষয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন জানান, নুর মোহাম্মদ পরিবাবের অর্থ উপার্জনের একমাত্র ব্যক্তি। কিন্তুু সে অসুস্থ হবার পর পরিবারের অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। এ অবস্থায় তার পাশে যদি সরকারী সংস্থার মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন করা হয়। তাহলে এই হতদরিদ্র নুর মোহাম্মদের ভেসে যাওয়া পরিবারটি কিছুটা হলেও উপকৃত হতে পারতো।
কমেন্ট বক্স