চিকুনগুনিয়ায় সাংস্কৃতিক কর্মী ঘোষবিলার রুবেলের মৃত্যু
- আপলোড তারিখঃ ২৩-১০-২০১৭ ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জামজামি এলাকার উদীয়মান সাংস্কৃতিক কর্মী ঘোষবিলার যুবক রুবেল আহমেদের মৃত্যু হয়েছে। গতকাল সকালে তিনি অসুস্থ হলে বেলা ১১টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ২৮ বছর। রুবেল চিকুনগুনিয়া রোগে আক্রান্ত ছিলেন। এর আগে দীর্ঘ ১২/১৩ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত পরশু তাকে বাড়িতে আনা হয়। গতকাল বেলা ১২টার দিকে মরদেহ গ্রামে আনা হলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। গতকালই বাদ আসর রুবেলের মরদেহের নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। রুবেল আহমেদ আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের সাহাজুদ্দিন মন্ডলের একমাত্র ছেলে। মৃত্যুকালে তিনি নব বিবাহিতা স্ত্রী, মা-বাবা, তিন বোনসহ অসংখ্য শুভার্থী রেখে গেছেন। মরহুমের পরিবার তার বিদেহী আত্মার শান্তি ও মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
কমেন্ট বক্স