চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্র্যাংকলরী দর্শনা শাখার শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আজ বুধবার। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শেষ করেছে। ১৩টি পদের অনুকূলে ২৭৫ জন ভোটার বিভিন্ন পদে ২২ জন প্রার্থীকে ভোট প্রদান করবেন বলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আনোয়ার হোসেন জানিয়েছেন।
দর্শনা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে জানা গেছে। এবারের ভোট যুদ্ধে ২৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাকি ২২ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এরা হলেন- সভাপতি পদে ৩ জন প্রার্থী ট্রাক ড্রাইভার সাইফুল ইসলাম (বাইসাইকেল), ইসমাইল হোসেন (হাতুড়ি) ও মোতালেব হোসেন (টায়ার) মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি পদে ৩ জন প্রার্থী হুমায়ন কবীর (মাছ), কাজল আহম্মেদ আব্বাস (দেয়ালঘড়ি) ও মোশারেফ জোয়ার্দ্দার (হাতি) মার্কা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদেও ৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন, এরা হলেন আবু সাঈদ (ট্রাক), মো. শাহাজাহান (আনারস) মুজিবুল আলম (কুঁড়েঘর)।
যুগ্ম সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এরা হলেন আবু সাঈদ (রিকশা) ও ইকবাল হোসেন শিপন দোয়াত কলম)। সহ-সম্পাদক পদে ২ জন প্রার্থী রয়েছেন। এরা হলেন- আনারুল ইসলাম (মই) ও মো. আসলাম (ফুটবল)। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন হলেন- ফিরোজ আলী (মোটর সাইকেল) ও আব্দুল জলিল (গোলাপফুল)। প্রচার সম্পাদক পদে ১ জন সানোয়ার হোসেন একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- শ্রী পার্থ প্রতিম শিকদার (মোবাইল) ও ফেরদৌস হোসেন (কলস)। এছাড়া কার্যকরি সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪ জন শাহিন আলম (রকি) (মোরগ), সাহেব আলী (হুইলরেঞ্জ), জীবন হোসেন (টুপি) ও নাজমুল হোসেন (টিওবয়েল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন ও নির্বাচন কমিশনার সদস্য হাজী লিটন ও আব্দুল লতিফ। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে ত্রীমুখী লড়াই হবে বলে ভোটারা জানান।