বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরের খাবারের পর নবগঠিত চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি ঢাকার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মতামত নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী ও সাত কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নোবেল ইসলাম সূর্য। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ডুসাক) সভাপতি মোস্তফা ইকবাল হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিগার রিশাত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিদ রিচকে।

সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডুসাকের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডুসাকের সহসভাপতি ওয়াসির আল মাসতুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব, ঢাকা কলেজের শিক্ষার্থী শাহীন হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব হাসান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আল নোমান। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উম্মে হাবীবা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়ীতা সেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ