বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের প্রত্যাশার আলোর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৫ ইং
মেহেরপুরের প্রত্যাশার আলোর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মেহেরপুর সদরের নতুন দরবেশপুর গ্রামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মানবিক সংগঠন ‘প্রত্যাশার আলো’। গতকাল বুধবার বিকেলে ২৫০টি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় উপহারসামগ্রী প্রদান করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংগঠনের সভাপতি শামীমুল ইসলাম শামীম বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সহানুভূতি ও ভালোবাসা ভাগ করে নেওয়ার সময়। আমরা চাই সমাজের কেউ যেন এই আনন্দ থেকে বঞ্চিত না থাকে। সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, আমরা এখন অনুভূতির সংকটে ভুগছি। প্রত্যাশার আলো শুধু একটি সংগঠন নয়Ñএটি এক বিবেক-জাগরণী আন্দোলন, যেখানে মানুষ তার দায়িত্ব অনুভব করে অন্যের পাশে দাঁড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরজুল্লাহ রহমান বাবলু। বিশেষ অতিথি ছিলেন দেওয়ান  শফিকুল ইসলাম শফি, জাহিদ বিশ্বাস, কাওসার বিশ্বাস ও আজের আলী। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি খায়রুল বাশার, মাহাবুবুল ইসলাম, আশাদুল ইসলাম, ও আলমাছ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ