শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৫ ইং
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার চাঁচড়া মাঠপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ওই গ্রামের সাগর হোসেনের স্ত্রী। তাদের ৭ বছর বয়সী একটি ছেলে এবং চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক মোটরের পানি দিয়ে চাল ধোয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে হাত লাগলে শারমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি সম্পর্কে জেনেছি। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।’



কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা