সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রিল বানাতে গিয়ে যমুনা নদীতে তলিয়ে গেল ৬ কিশোরী

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৫ ইং
রিল বানাতে গিয়ে যমুনা নদীতে তলিয়ে গেল ৬ কিশোরী

ভারতের আগ্রার সিকান্দরা থানা এলাকায় যমুনা নদীতে রিল ভিডিও বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় কিশোরী। মঙ্গলবার (৩ জুন) দুপুরে প্রচণ্ড তাপদাহ থেকে স্বস্তি পেতে নদীতে গোসল করতে গিয়ে তারা পানির স্রোতে ভেসে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছয়জনই একটি বর্ধিত পরিবারের সদস্য এবং একই গ্রামে বসবাস করত। খবর এনডিটিভি


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, ওই কিশোরীরা কাছের খেতে কাজ করছিল। কাজ শেষে নদীর ধারে গিয়ে তারা গোসল করছিল। গোসলের আগে তারা নদীর পাড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে রিল ভিডিও বানাচ্ছিল। এরপর তারা একটু গভীরে চলে গেলে পানির স্রোতে একে একে সবাই ডুবে যায়।


 ‍পুলিশ আরও জানায়, প্রথমে চারজনের মৃত্যু হয় বলে জানা যায়। পরে দু’জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়, কিন্তু তাদেরও বাচানো যায়নি। ফলে মোট ছয়জন মারা যায়।


কিশোরীদের এক আত্মীয় বলেছেন, ‘নদীর ধারে আমাদের খামার আছে। গরমে একটু জলে নামতেই গিয়েছিল। ভাবতেও পারিনি এমন ভয়ংকর কিছু ঘটে যাবে।’


ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। শোকার্ত পরিবার ও গ্রামবাসী হাসপাতাল ও ময়নাতদন্ত কেন্দ্রে জড়ো হন। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তে পাঠান। জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু