বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় প্রয়াত শিক্ষক গোলাম সিদ্দিকের পরিবারকে আর্থিক সহায়তা

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গায় প্রয়াত শিক্ষক গোলাম সিদ্দিকের পরিবারকে আর্থিক সহায়তা

আলমডাঙ্গা উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মরহুম শিক্ষক গোলাম সিদ্দিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টায় পোস্ট অফিস সংলগ্ন উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের কার্যালয়ে এই আর্থিক সহায়তা  প্রদান ও প্রয়াত শিক্ষকের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এদিন প্রয়াত শিক্ষকের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ইমরুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মো. আব্বাস, আশরাফল ইসলাম, ফজলুল হক শামীম, আবুল বাশার, মিজানুর রহমান, শাহেদ জোয়ারদার, আলমগীর কবির প্রমুখ। উল্লেখ্য, মরহুম গোলাম সিদ্দিক উপজেলার খাসকররা ইউনিয়নের খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ৮ মাস আগে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ