মেহেরপুর সদর উপজেলায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’ পাট অধিদপ্তরের অধীনে নির্বাচিত পাট চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক শামসুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, বিএডিসির উপপরিচালক হাফিজুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের পাঠ কর্তন এবং পাট পতনে প্রচলিত পদ্ধতির উন্নত প্রয়োগ। উন্নত প্রযুক্তির মাধ্যমে রবি-১ পাট চাষ পদ্ধতি (বীজ সংগ্রহ জমি নির্বাচন ও জমি তৈরি, বীজ বপন, সার ও বালাইনাশক প্রয়োগ ও আন্তঃপরিচর্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।