সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

ঝিনাইদহে মহেশপুর সীমান্তে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ভোরে গণমাধ্যমে পাঠানো বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জীবননগর পাড়ার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার ভোররাত আনুমানিক চারটার দিকে ভারতের দিক থেকে আসা দুজনকে চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে একটি ভারতীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড গুলি (বিএমএমকে এফ) উদ্ধার করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো ব্যাটালিয়নের সদর দপ্তরে জমা রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু