বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সচেতনতামূলক আলোচনা সভায় পুলিশ সুপার গোলাম মওলা

দালালের খপ্পরে পড়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না
  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গায় সচেতনতামূলক আলোচনা সভায় পুলিশ সুপার গোলাম মওলা

আলমডাঙ্গায় মানব পাচার প্রতিরোধ ও অবৈধ পথে বিদেশ গমন রোধকল্পে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের বেলগাছি হাইস্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।


তিনি বলেন, ‘আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। মানব পাচার বর্তমান বিশ্বের এক জঘন্য ও ঘৃণিত অপরাধ, যা আমাদের সমাজ ও দেশের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। প্রতি বছর বহু মানুষ প্রতারিত হয়ে অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে গিয়ে চরম বিপদের সম্মুখীন হয়। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথ বা বর্ডার ক্রস করে বিদেশে যেতে চায়, যা মানব পাচারকারীদের একটি কৌশল মাত্র। এই ফাঁদে পা দিয়ে অসংখ্য মানুষ সর্বস্বান্ত হয়েছেন, এমনকি অনেকে প্রাণও হারিয়েছেন।’


পুলিশ সুপার বলেন, ‘পুলিশ বাহিনী হিসেবে আমাদের দায়িত্ব মানব পাচার ও অবৈধ বিদেশ গমন প্রতিরোধ করা। এ জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সেই সাথে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা ইতোমধ্যে মানব পাচার প্রতিরোধ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি এবং এ সংক্রান্ত মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও বিচারের আওতায় নিয়ে আসছি।’


এসময় তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা স্থানীয় পর্যায়ে মানব পাচার চক্র সম্পর্কে তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন। মানবপাচার রোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, বৈধ প্রক্রিয়া ছাড়া বিদেশগমন বিপজ্জনক ও শাস্তিযোগ্য অপরাধ। আপনারা জানেন অনেক গরিব মানুষ তাদের জীবনমান উন্নয়নের জন্য শেষ সম্বল ভিটা বিক্রি করে দালালের হাতে তুলে দিয়ে সর্বস্বান্ত হচ্ছে প্রতিনিয়ত। আপনার কোনোভাবেই দালালের খপ্পরে পড়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না। আপনারা সর্বদা নিয়ম-নীতি মেনে সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে কর্মে দক্ষ হয়ে বিদেশ যাবেন। আপনার পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন।’ এ ময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের সহযোগিতায় সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করার আহ্বান জানান।


আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম, চুয়াডাঙ্গার পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবির ডিআইও-১ সফিকুর রহমান খান, বেলগাছী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আমজেদ হোসেন, শহিদুল হক, কামাল উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হারুন অর রশিদ প্রমুখ।



কমেন্ট বক্স