বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগুন

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৫ ইং
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগুন


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তৃতীয় তলায় ছাদের স্টোররুমে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে স্টোররুমে রাখা কাগজপত্র, স্টেশনারি এবং কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে যায়। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়নি।


সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সমকাল-কে বলেন, ‘আগুন লাগার ১৫-২০ মিনিটের মধ্যেই আমাদের স্টাফদের তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিসও এসে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।’

তিনি জানান, স্টোররুমে মামলা সংক্রান্ত কোনো দাপ্তরিক কাগজ ছিল না। মূলত অফিসের ব্যবহার্য স্টেশনারি ও অন্যান্য সামগ্রী রাখা হতো সেখানে। এদিকে, আগুনে তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সতর্কতা হিসেবে ভবনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার তাগিদ দিয়েছে সংশ্লিষ্টরা।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ