বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত

সদস্য সংগ্রহ ও কেন্দ্রীয় যোগাযোগে উদ্যোগ
  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত


চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আ.স.ম. আব্দুর রউফের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কমিটি সদস্যসচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল। এসময় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন মঈনুল, সদস্য সিরাজুল ইসলাম (১), মো. বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার অহিদুল আলম, রুবিনা পারভীন ও মেহেদী হাসান নয়ন বক্তব্য দেন।


সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবগঠিত কমিটির সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু বিজিএমইএর নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।


সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আ.স.ম. আব্দুর রউফ বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে ফোরামের নেতৃত্বকে আরো গতিশীল ও শক্তিশালী করতে হবে। এ জন্য ফোরামের প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ