বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জ বাজারে ট্র‍াফিক ও ডুগডুগি পশুহাট পরিদর্শনে এসপি গোলাম মওলা

কারো কোনো সমস্যা হলে পুলিশের স্মরণাপণ্ন হবেন
  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৫ ইং
সরোজগঞ্জ বাজারে ট্র‍াফিক ও ডুগডুগি পশুহাট পরিদর্শনে এসপি গোলাম মওলা


চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের উদ্যোগে সরোজগঞ্জ বাজারের বিভিন্ন মোড়ে ট্র‍াফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এই সভায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা উপস্থিত ছিলেন। এছাড়া মোটরসাইকেল, ইজিবাইক, পাখিভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালক, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, সড়কে নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ঈদের পর পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রেখে চলাচল করতে জেলাবাসীর প্রতি আহ্বান থাকবে। সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।


সভায় বক্তারা রাস্তায় সুশৃঙ্খলভাবে চলাচল করার নিয়ম-নীতি, ট্র‍াফিক নিয়ম মেনে চলা, মহাসড়কে যত্রতত্র যাত্রী না নেওয়া ইত্যাদি নানা সচেতনতামূলক বিষয়ে আলোচনা করেন। এসময় সভায় উপস্থিত গাড়ি চালকেরা ট্র‍াফিক আইন মেনে রাস্তায় চলাচল করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন টিআই (প্রশাসন) আমিরুল ইসলাম, টিআই সোহেল রানা, সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট আশরাফুজ্জামান, টিএসআই  মোমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



এদিন ত্রুটিপূর্ণ অনেক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার চালকদের সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। এই চেকপোস্ট ঈদ এবং ঈদের পরবর্তী অব্যাহত থাকে বলে দৈনিক সময়ের সমীকরণ প্রতিবেদককে জানিয়েছে চুয়াডাঙ্গার টিআই প্রশাসন আমিরুল ইসলাম।


এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গার বৃহত্তম ডুগডুগি পশুহাট পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা। গতকাল সোমবার বেলা একটার দিকে ডুগডুগি পশুহট পরিদর্শন করেন পুলিশ সুপার। এসময় তার সাথে ছিলেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ মশিয়ার রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির প্রমুখ।


এসময় পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, ডুগডুগি পশুহাটের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সকলকে সতর্কতার সাথে গরু কেনা-বেচা করার অনুরোধ করেন। তিনি বলেন, কেউ জাল টাকা দিলে আমাদের ক্যাম্প করা আছে, ক্যাম্পে টাকা চেক করার মেশিন আছে, টাকা চেক করে নিতে পারেন। হাটের চতুর্দিকে সিভিল এবং পোশাকে পুলিশ নিয়োজিত আছে। কারো কোনো সমস্যা হলে পুলিশের স্মরণাপণ্ন হবেন।


প্রসঙ্গত, মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির গরু কেনাকাটার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা-বিক্রেতা ডুগডুগি পশুহাটে আসেন। তাই এখানে কোনো আপত্তিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ তৎপর হয়েছে। এদিকে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীলিমা আক্তার হ্যাপিসহ তার টিম ডুগডুগি পশুহাটে ক্যাম্পেইন করেছেন। যেকোনো সময় গরু অসুস্থ হলে দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার টিম।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ