শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসা ও অশ্রুতে শেষ কর্মদিবস পার করলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান। গতকাল সোমবার উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদ এক বিশেষ আয়োজন করে। ‘দেখ নাকি হায়, বেলা চলে যায় সারা হয়ে এলো দিন, বাজে পূরবীর ছন্দে রবির শেষ রাগিণীর বীণ’ স্লোগানে অবসরজনিত বিদায়ী আলাপন বেলা শেষে গান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান ১৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৩ সালে দর্শনা সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর চুয়াডাঙ্গা সরকারি কলেজে বেশ কিছুদিন তিনি শিক্ষকতা করেছেন। এই কলেজে তিনি উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে পুনরায় দর্শনা সরকারি কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পান। সর্বশেষ ২০১৮ সালের ২৯ অক্টোবর তিনি চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক পরিষদের ভিন্নধর্মী বিদায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম প্রমুখ। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজসহ অন্যান্য সকল বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ।