বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের মাসিক রুকন সমাবেশ

সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির আহ্বান
  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গায় জামায়াতের মাসিক রুকন সমাবেশ


আলমডাঙ্গায় জামায়াতের মাসিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টায় জামায়াতের আলমডাঙ্গা পৌর শাখা নিজ কার্যালয়ে এই মাসিক রুকন সমাবেশের আয়োজন করে। সভায় পৌর শাখার আমির মাহের আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য, জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও পৌর শাখার তদারককারী আলতাফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু এবং জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম।


প্রধান অতিথি আলতাফ হোসাইন সমাবেশে পাঠচক্রভিত্তিক দারসুল কুরআন পরিচালনা করেন এবং উপস্থিত রুকনদের আলোচনা শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ অতিথি দারুস সালাম ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করে সকলের রিপোর্ট উন্নত করার আহ্বান জানান। তিনি সাংগঠনিক কার‌্যক্রমের গতি আরও বাড়াতে নেতৃবৃন্দকে সক্রিয় হওয়ার পরামর্শ দেন। নূর মোহাম্মদ টিপু যুব বিভাগের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং কিছু ওয়ার্ডে দায়িত্বশীলদের পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পৌর আমীরসহ নেতৃবৃন্দকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


সভায় আরও উপস্থিত ছিলেন পৌর শাখার সাবেক আমির মীর আব্দুল জলিল, নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ হাসান, আশকার আলী, নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, মাওলানা আ. হান্নান, মাওলানা শফিউদ্দিন, গোলাম রহমান বাবলু, মাওলানা আশরাফুল আলম, প্রভাষক আ. রহমান, মোশাররফ হোসাইন, আব্দুল কুদ্দুস, শাহিন সাঈদ, সামসুল আরেফিন রিপন, হায়াত আলী, আ. মান্নান, সোহরাব উদ্দিন, আতিয়ার রহমান, আনিছুর রহমান, হযরত আলী, আজিম উদ্দিনসহ পৌর শাখার অন্যান্য রুকনবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ