চুয়াডাঙ্গা জেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ ৩৫ হাজার ৮০০ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের টাকা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে সমাজকল্যাণ তহবিলের আওতায় জেলার ৩৩৯ জন উপকারভোগীকে এ অনুদান প্রদান করা হয়। এর মধ্যে চিকিৎসা খাতে তিনটি ক্যাটাগরিতে মোট ৫ লাখ ৫৭ হাজার টাকা এবং শিক্ষা খাতে দুটি ক্যাটাগরিতে মোট ৩ লাখ ৭৮ হাজার টাকা বিতরণ করা হয়।
চিকিৎসা সহায়তায় ‘এ’ ক্যাটাগরিতে ৮২ জনকে ৩৫০০ টাকা করে মোট ২ লাখ ৮৭ হাজার টাকা, ‘এ (বিশেষ)’ ক্যাটাগরিতে ২ জনকে ৪১৫০ টাকা করে মোট ৮ হাজার ৩০০ টাকা এবং ‘বি’ ক্যাটাগরিতে ১০৫ জনকে ১৫০০ টাকা করে মোট ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। অন্যদিকে, শিক্ষার্থীদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ৭৮ জনকে ৩ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৪ হাজার টাকা এবং ‘বি’ ক্যাটাগরিতে ৭২ জনকে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, অধ্যাপক সিদ্দিকুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও মুখপাত্র তামান্না খাতুনসহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘শিক্ষা ও চিকিৎসা- এই দুটি গুরুত্বপূর্ণ খাতে সরকারের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। উপকারভোগীদের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড জমা দিয়ে স্বাক্ষরের মাধ্যমে নগদ অর্থ দেওয়া হচ্ছে। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’