মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দল বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার বাদ আছর চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে দোয়া মাহফিল ও সর্বসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় সেখাকে এক সংক্ষিপ্ত সভা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা মৎস্যজীবী দলের নেতা একরামুল হক ইকরাম, জেলা ওলামা দলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেন, জেলা মৎস্যজীবী দলের সদস্য শামীম আহমেদ, বাবু, স্বপন, খলিলসহ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।