বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বাধীন ‘ফোরাম’ জোট নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ২৫টি এবং চট্টগ্রামে ৯টি পদের মধ্যে ৬টিতে জয়লাভ করে। অর্থাৎ মোট ৩৫টি পদের মধ্যে ৩১টি পদে বিজয়ী হয়েছেন ‘ফোরাম’ প্রার্থীরা। জেলা বিএনপির সভপতি জেলার কৃতী সন্তান মাহমুদ হাসান খান বাবুর এই জয়ে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বিজিএমইএ-র সভাপতি নির্বাচিত হওয়ায় দামুড়হুদা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে মাহমুদ হাসান খান বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল রোববার প্রেসক্লাবের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সহ-সাধারণ সম্পাদক সাজিদ হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সাংবাদিক সমিতির সহসভাপতি মোজাম্মেল শিশির, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলনসহ দুই সংগঠনের সদস্যরা।
এদিকে, বিজিএমইএ ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বাধীন ‘ফোরাম’ জোট নিরঙ্কুশ বিজয় অর্জন করায় অভিনন্দন জানিয়েছে দর্শনা প্রেসক্লাব ও দর্শনা সাংবাদিক সমিতি। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের এক সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, কামরুজ্জামান যুদ্ধ, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, হাসমত আলী, নজরুল ইসলাম, মাহমুদ হাসান রণি, আহসান হাবিব মামুন, মাসুম বিল্লাহ, ইমতিয়াজ আহমেদ রয়েল, ওয়াসিম রয়েল, সাব্বির আলিম, আব্দুল হান্নান, রাজিব মল্লিক, শ্রী সুকমল চন্দ্র দাস বাঁধন, ফরহাদ হোসেন প্রমুখ। সভায় বক্তারা মাহমুদ হাসান খান বাবুর বিজয়কে চুয়াডাঙ্গার জন্য গর্বের বলে উল্লেখ করেন এবং তার নেতৃত্বে দেশের গার্মেন্টস খাত আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বিজিএমইএ’র ফোরাম প্যানেলে বিপুল ভোটে জয়লাভের খবরে গত শনিবার রাতে দর্শনায় আনন্দ মিছিল করে পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রাত ১১টার দিকে দর্শনা পুরাতন বাজার থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেরুজ মার্কেট চত্বরে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ইকবাল হোসেন, নাহারুল ইসলাম মাস্টার, শরিফ উদ্দিন, বিএনপি নেতা আলমগীর, মুজিবর, নাজিম, আমিরুল, জেলা কৃষক দলের সদস্য হাতেম, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক অপু সুলতান, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক টুটুল শাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সিদ্দিকী মজনু, পৌর স্বেচ্ছাসেবক দলের রাশেদ হোসেন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন, পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুন, জেলা যুবদলের সদস্য সুলতান, মিতুল, আরুক, নাসির উদ্দিন হাসু, সজিব ও হৃদয়।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে পৃথক একটি আনন্দ মিছিল বের করে দর্শনা পৌর যুবদল, ছাত্রদল ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহান আলী, যুবদল নেতা মমিন, নাঈমুর রহমান সবুজ, সানজারুল ইসলাম, রাজ হোসেন, শেখ মুন্না সুজন, সাজু আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন মোফা, হোসাইন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, আল মুকিত এবং ছাত্রনেতা আরিফ হোসেন।
অন্যদিকে, বিজয়ে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন মঈন, যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, সদস্যসচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক হেজবুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান ও সদস্যসচিব মকছেদুর রহমান রিমন হোসেন। এছাড়াও জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চলসহ সকল সদস্যরা মাহমুদ হাসান খান বাবুকে শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল রোববার বিকেলে বাবু খানের বিজয়ের আনন্দে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি রায়পুর বাজারের ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফি। বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি ও থানা সদস্য রেজাউল ইসলাম, যুবদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন নেতা-কর্মী।
অপর দিকে, রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বিজিএমইএ সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দে উদ্বেলিত হয় তাঁর নিজ গ্রাম আন্দুলবাড়ীয়া। গতকাল রোববার আসরের নামাজের পর আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে বিজয় র্যালি ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়। র্যালিটি বাজারের প্রধান সড়ক, মিস্ত্রীপাড়া, খাঁপাড়া মোড় ও মন্ডলপাড়া হয়ে কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা ‘জিতেছে জিতেছে, বিজিএমইএ জিতেছে, বাবু খান জিতেছে’ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ‘লাল গোলাপ শুভেচ্ছা’ বার্তা দেন স্থানীয় বিএনপির নেতারা।
র্যালির নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আজিম খান। অংশগ্রহণ করেন সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, সাহিত্যবিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম খান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, কৃষক দলের সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক তোতা মিয়া, ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা-কর্মীরা। এছাড়াও বাবু খানের বিজয়ে আনন্দ প্রকাশ করেছেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাহিত্য পরিষদের সভাপতি আশরাফুন নাহার শোভাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।