সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে হাইকোর্টের ওপর দায় চাপিয়ে জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল। হাইকোর্ট যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্ট সেটিকে সঠিক মনে করেনি। তাই জামায়াত তাদের নিবন্ধন ফেরত পেয়েছে।’
দর্শনা সাংগঠনিক থানার গড়াইটিপি ইউনিয়ন জামায়াত আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় গড়াইটিপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান ও দর্শনা থানা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ ও কর্মপরিষদ সদস্য খাইরুল ইসলাম। সভার শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা হারুন অর রশিদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মশিউর রহমান।