ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়েছেন পাঁচ শতাধিক অসহায় মানুষ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। বেলা ১১টায় হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ।
ক্যাম্পের আয়োজক নাগরিক হেলথ সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম ফাহিম জানান, গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ। তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানবিক রাষ্ট্র গড়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতি তিন মাস অন্তর এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প চালু রাখার পরিকল্পনা রয়েছে।’ ক্যাম্পে চিকিৎসা নিতে আসা অন্তত ৫০০ অসহায় মানুষকে বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন দেশপ্রেমিক নেতা ছিলেন না, তিনি ছিলেন মানবিক উন্নয়নের অগ্রদূত।’
ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, জেলা ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক সজিব মালিতা প্রমুখ।