বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেহালপুরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৫ ইং
নেহালপুরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। 


প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, বেগমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর লিয়াকত আলী। 


এছাড়া উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি হযরত আলী, সহসভাপতি আবু সাইদ, ইসাহাক আলী, দর্শনা থানা যুবদলের সদস্য মোহাম্মদ আলী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সহসভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক কালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবু মুসা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।


এদিকে শহিদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল শনিবার বেলা ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। তিনি বলেন, স্বৈরশাসক এরশাদের আমল থেকে শুরু করে যখনই দেশ ক্রান্তিলগ্নে পড়েছে, তখনই জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। সাংবাদিকদের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য তিনি যে সংগ্রাম করেছেন, তা আজও প্রাসঙ্গিক।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


অপরদিকে গতকাল শনিবার বিকেলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গাংনীর সাবেক এমপি আমজাদ হোসেন অভিযোগস করেন, বিএনপির কমিটিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসন করা কমিটিকে দিয়ে গাংনীতে বিএনপিকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। কমিটি নিয়ে এসে যেসব লোকদেরকে দিয়ে কমিটি বানানো হচ্ছে, তাদের নামে তেমন উল্লেখযোগ্য মামলা-মোকদ্দমা নেই। গাংনীর মানুষের জন্য ন্যায্য দাবি আদায় করার অভ্যাস ও শক্তি আমাদের আছে। 


সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা আব্দুর রাজ্জাক মাস্টার। বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেণ বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা আমিরুল ইসলাম, বিএনপি নেতা নুর ইসলাম, রায়পুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দিন, বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল প্রমুক।



কমেন্ট বক্স