সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষার্থীদের কান্নায় চিরনিদ্রায় শায়িত শিক্ষিকা মাহজেবিন

আহাজারিতে ভারী হয়ে ওঠে গুলশানপাড়ার বাড়ি, বিভিন্ন মহলের শোক
  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৫ ইং
শিক্ষার্থীদের কান্নায় চিরনিদ্রায় শায়িত শিক্ষিকা মাহজেবিন

শিক্ষার্থীদের ভালোবাসার যে মাপকাঠি, তা চোখে দেখা গেল গতকাল শনিবার। চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার বাড়িতে চোখের জলে প্রিয় শিক্ষিকা মাহজেবিন চন্দনাকে বিদায় জানালেন শতশত শিক্ষার্থী। গতকাল সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা রেল স্টেশন সড়কের জান্নাতুল মওলা জামে মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় তাঁর সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক, প্রতিবেশী, বন্ধু ও স্বজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে।


এরআগে শুক্রবার গভীর রাতে ঢাকার বেসরকারি হাসপাতাল থেকে গুলশানপাড়ায় তার নিজ বাড়িতে নেয়া হয় তার মরদেহ। রাতভর গুলশানপাড়ার বাড়িতে ছিল কান্নার মাতম। ভোর থেকেই পর‌্যন্ত প্রিয় শিক্ষিকাকে এক নজর দেখতে ভিড় করেন সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষিকার বাড়িতে দেখা যায় কেউ দাঁড়িয়ে, কেউ মাটিতে বসে চোখের জল ফেলে বলেছেন- ‘ম্যাডাম আর কখনও ক্লাসে আসবেন না, এটা ভাবতেই পারছি না’


শিক্ষিকার একজন সাবেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের জীবনে তার অবদান কেউ পূরণ করতে পারবে না। তিনি ছিলেন আদর্শের প্রতিচ্ছবি। তার প্রয়াণ আমাদের জন্য গভীর ক্ষতের সমান।’


শিক্ষার্থীরা আরোও বলেন, ‘তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন আমাদের পথপ্রদর্শক ও অভিভাবক। তার মৃত্যুতে শুধু সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় নয়, চুয়াডাঙ্গা জেলার শিক্ষা অঙ্গন হারাল এক নিবেদিত প্রাণ।’ গতকাল সকালে তার জানাজা ও দাফন কারে‌্য মানুষের ঢল নামে। অংশ নেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালন অধিনায়ক কর্নেল নাজমুল হাসান, জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ, জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, প্রতিবেশী, বন্ধু ও স্বজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


উল্লেখ্য, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস মাহজেবিন চন্দনা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পায়ের একটি অস্ত্রোপচারসহ তিনি হাইফে আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালে তার পায়ের অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। কিন্তু অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার বিকেলে পাঁচটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। প্রয়াত মাহজেবিন চন্দনা চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়ার বাসিন্দা ও চুয়াডাঙ্গা জেলা স্যানেটারি ইন্সপেক্টর ফারুক হোসেনের স্ত্রী। মাহজেবিন চন্দনা দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মৃত. মহিউদ্দীন ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুপরিচিত শিক্ষক তোতা আপার মেয়ে। 



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু