‘জামায়াত দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করতে চায়,’- বলেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন, ‘তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে আগামী দিনে এগিয়ে যেতে চায় জামায়াত- ফ্যাসিস্টদের বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচন।’ গতকাল শনিবার রাতে দামুড়হুদার পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়ন ইউনিয়ন জামায়াত আয়োজিত মদনা বাজারে অনুষ্ঠিত নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘পলাতক শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করতে হবে। এরপর রাষ্ট্রের প্রতিটি সেক্টরে প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান এবং দর্শনা থানা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম। সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক, থানা কর্মপরিষদ সদস্য শমসের আলী ও সাইদুর রহমান মাস্টার। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জার গিফারী।