৭ম তীর জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশীপ ২০২৫-এ নজরকাড়া সাফল্য অর্জন করেছে চুয়াডাঙ্গা আর্চারি ক্লাব। প্রতিযোগিতার রিকার্ভ অনূর্ধ্ব-১৫ ডিভিশনের মিশ্র দলগত ইভেন্টে উম্মে হাবিবা ও মাসুদ রানা শক্তিশালী চট্টগ্রাম আর্চারি ক্লাবকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। এছাড়াও, একই চ্যাম্পিয়নশিপের রিকার্ভ অনূর্ধ্ব-১৮ দলগত ইভেন্টে সামিন ইয়াসার ও জাজিল আহমেদ জুটি আরও একটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছে চুয়াডাঙ্গার ঝুলিতে। এই অর্জন পুরো চুয়াডাঙ্গা জেলার জন্য গর্বের।
রিকার্ভ অনূর্ধ্ব-১৫ বিভাগে পদকজয়ী উম্মে হাবিবা চুয়াডাঙ্গা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং মাসুদ রানা এম.এ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে রিকার্ভ অনূর্ধ্ব-১৮ বিভাগে সামিন ইয়াসার চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির এবং জাজিল আহমেদ চুয়াডাঙ্গা কামিল মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে, এই সাফল্যে আনন্দ প্রকাশ করে চুয়াডাঙ্গা জেলা আর্চারি একাডেমির সভাপতি সোহেল আকরাম একাডেমির পক্ষ থেকে বিজয়ী খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘এভাবেই আমাদের এই প্রতিভাবান তরুণ আর্চাররা ভবিষ্যতেও জেলার মুখ উজ্জ্বল করবে।’