মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় বিএনপির আনন্দ মিছিল, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন

নিরঙ্কুশ জয়ে ফোরাম, বিজিএমইএর নতুন সভাপতি হচ্ছেন বাবু খান

শক্তিশালী নেতৃত্ব পোশাক শিল্পে নতুন গতি দিতে পারে: শরীফুজ্জামান শরীফ
  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৫ ইং
নিরঙ্কুশ জয়ে ফোরাম, বিজিএমইএর নতুন সভাপতি হচ্ছেন বাবু খান

রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাহমুদ হাসান খানের (বাবু) নেতৃত্বে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ‘ফোরাম’ জোট। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ঢাকায় ২৬টি পরিচালক পদের মধ্যে ফোরাম জোট জয়লাভ করেছে ২৫টি পদে। আর চট্টগ্রামে ৯টি পদের মধ্যে পাঁচটি পদে বিজয়ী হয়েছেন এই জোটের প্রার্থীরা। অর্থাৎ জয়ী ৩৫ জনের মধ্যে ৩১ জনই ফোরামের।

নির্বাচন শেষে জানা গেছে, নির্বাচিত পরিচালকেরা আগামী ২ জুন ভোট দিয়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। ফোরাম জোটের প্যানেল লিডার মাহমুদ হাসান খান (বাবু) বিজিএমইএর পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ। এদিকে সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র চারজন। সম্মিলিত পরিষদ থেকে ঢাকায় একজন এবং চট্টগ্রামে তিনজন প্রার্থী জয়ী হয়েছেন। ঢাকায় সম্মিলিত পরিষদ থেকে বিজয়ী হন সংগঠনের সাবেক সভাপতি ফারুক হাসান।

গতকাল ঢাকার রেডিসন ব্লু ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা ও চট্টগ্রামে মোট ১ হাজার ৮৬৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৩১ জন ভোট দেন— যা ভোটার উপস্থিতির হিসেবে প্রায় ৮৭ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৭৭টি এবং চট্টগ্রামে ২৫৪টি ভোট কাস্ট হয়। চট্টগ্রামে ৬টি ভোট বাতিল হয়। এবারের নির্বাচনে অংশ নেন মোট ৭৬ জন প্রার্থী। ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’ উভয় জোটই ৩৫টি পরিচালক পদের জন্য প্রার্থী দেয়। পাশাপাশি ‘ঐক্য পরিষদ’ ব্যানারে আরও ৬ জন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফোরাম জোটের নেতৃত্ব দেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। অপরদিকে সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।


এদিকে, বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটের কেন্দ্রবিন্দুতে থাকা ফোরামের দলনেতা, রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু খানের পাশে দাঁড়াতে গতকালই ঢাকায় পৌঁছান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। নির্বাচনে বাবু খানের নেতৃত্বে ফোরাম জোট নিরঙ্কুশ জয় পায়। এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও জেলাবাসীর পক্ষ থেকে চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাহমুদ হাসান বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

এসময় শরীফুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিথা।

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিজিএমইএর এই নির্বাচন পোশাক শিল্পে নেতৃত্বের নতুন গঠনতন্ত্র তৈরি করবে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপে খাতটি যে পরিবর্তনের মুখোমুখি, সেখানে শক্তিশালী নেতৃত্ব শিল্পকে নতুন গতি দিতে পারে।’

অন্যদিকে, বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটের কেন্দ্রবিন্দুতে থাকা ফোরামের দলনেতা, রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু খানের বিজয়ের খবরে চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল বের করা হয়। গতকাল রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদর, পৌরসহ বিভিন্ন শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিলটি  বের করা হয়। মিছিলটি শহরের কোর্ট মোড় দোয়েল চত্বর হয়ে বড় বাজার শহিদ হাসার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। নেতাকর্মীরা মাহমুদ হাসান খান বাবু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন।


মিছিল ও সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ তালহা, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়েল মাহমুদ, আমান উল্লাহ আমান, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাঞ্জারুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব একরামুল হকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সগযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সম্মানিত দাতা সদস্য মাহমুদ হাসান খান বাবু বিজিএমইএর সভাপতি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ প্রেসক্লাবের সকল সদস্য তাকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও বিজিএমইএর সভাপতি নির্বাচিত হওয়ায় মাহমুদ হাসান খান বাবুকে শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। 




কমেন্ট বক্স