বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ফসলের ক্ষতি

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২৫ ইং
দর্শনায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ফসলের ক্ষতি

দর্শনায় টানা দুই দিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর এতে চরম ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকেরা। মৌসুমী নিম্নচাপের প্রভাবে হওয়া এ বৃষ্টিতে ডুবে গেছে বীজতলা, মরিচ, কলা, পেঁপে, পাট ও আখের মতো গুরুত্বপূর্ণ ফসলের জমি। দর্শনার পরানপুর-নলগাড়ী মাঠে গিয়ে দেখা যায়, কৃষক আব্দুর রহিম শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বীজতলা বাঁচাতে। পানিতে তলিয়ে যাওয়া বীজতলার চারপাশে বাঁধ দিয়ে পানি সেচে তা জাগিয়ে তোলার প্রাণপণ চেষ্টা তার।

আব্দুর রহিম বলেন, ‘আমি ২ বিঘা ১০ কাঠা জমিতে রোপা আমনের জন্য ২ কাঠা জমিতে খাটোবাবু ও ৮৯ জাতের ধানের বীজতলা করেছিলাম। টানা দুই দিনের বৃষ্টিতে বীজতলা তলিয়ে গেছে। বৃষ্টি থামলেই থালা নিয়ে ছুটে এসেছি পানি সেচতে। আজ শেষ চেষ্টা করছি, জানি না রক্ষা করতে পারবো কি না।’ একই গ্রামের আরেক কৃষক মহসিন আলী জানান, ‘আমি ৬ বিঘা জমিতে পেঁপে চাষ করেছি। টানা বৃষ্টিতে জমিতে পানি জমে গাছগুলো মরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সব গাছ মারা যাবে, আমার মারাত্মক ক্ষতি হয়ে যাবে।’



দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা জানান, বিশেষ করে নিম্নাঞ্চলের জমিগুলোতে বেশি ক্ষতি হয়েছে। পেঁপে, সদ্য প্রস্তুত বীজতলা, নতুন রোপণ করা আমন ধান, মরিচ, কলা, পাট ও আখের জমি পানিতে তলিয়ে গেছে। তবে আশার কথা, যদি আর বৃষ্টি না হয়, তাহলে ক্ষতির পরিমাণ কিছুটা কম হতে পারে। এদিকে, দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর ও বিজিবি ক্যাম্পপাড়া এলাকায়ও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জামিনুর রহমান জানান, গভীর সাগরে নিম্নচাপের কারণে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার দর্শনাসহ বিভিন্ন স্থানে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তিনি জানান, শনিবারের পর থেকে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে।



কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা