বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২৫ ইং
মেহেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. রফিকুল হাসান, মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সুপার ডা. শাহরিয়ার শায়লা জাহান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, সদর ইউএনও খায়রুল ইসলাম, গাংনী ইউএনও আনোয়ার হোসেন ও মুজিবনগর ইউএনও পলাশ মণ্ডল।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রাশেদুল বশির খান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ