বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২৫ ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইদুর রহমান (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা-ভবনগর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান শ্যামকুড় পশ্চিম পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পদ্মপুকুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউপি মেম্বার শহিদুল ইসলাম বলেন, সাইদুর আমার আপন ফুফাত ভাই। আজ সকালে মহেশপুর সোনালি ব্যাংকে টাকা উঠানোর জন্য সাইদুর মোটরসাইকেলে রওনা হয়। তিনি সরিষাঘাটা-ভবনগর ব্রিজ সংলগ্ন এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সাইদুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ