বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় জামায়াতের মেডিকেল অ্যাসোসিয়েশনের সভা

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় জামায়াতের মেডিকেল অ্যাসোসিয়েশনের সভা

জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের উদ্যোগে মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির অন্যতম হলো সমাজসেবা ও সমাজ সংস্কার। এই কর্মসূচির অংশ হিসেবেই জামায়াত দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানবিক সহায়তা দিয়ে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘পেশাজীবী সংগঠন হিসেবে মেডিকেল অ্যাসোসিয়েশন দরিদ্র ও অসহায় মানুষের সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। প্রয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনায় যা কিছু প্রয়োজন, তা আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে থাকি। এতে করে বৃহৎ জনগোষ্ঠী উপকৃত হয়।’ ইসলামী রাষ্ট্রব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। কিন্তু ৫৪ বছর পরও এই রাষ্ট্রব্যবস্থায় জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। তাই জামায়াতে ইসলামী শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক খাতে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, পেশাজীবী বিভাগের সেক্রেটারি ও আইন-আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম ও উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান।

ইউনিয়ন সহকারী সেক্রেটারি হাসিবুল হাসান শান্ত ও উপজেলা আইটি সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, ইউনিয়ন আমির আব্দুর রহমান মাস্টার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ