শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায়

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শোকরানা সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৯-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শোকরানা সমাবেশ

জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ে বেকসুর খালাস পাওয়ায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসায় মিষ্টি বিতরণ, শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলা মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা, পৌর ও জিএ থানা শাখার উদ্যোগে এই মিষ্টি বিতরণ, শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আলমডাঙ্গা পৌর যুব বিভাগের সহসভাপতি শাহিন শাহিদ। উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ কর্তৃক বেকসুর খালাস দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দামুড়হুদা উপজেলা নায়েবে আমির নায়েব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অ্যাড. রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আ. খালেক।


একই দিন জীবননগরে শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, তালিমুল কুরআন বিভাগের সম্পাদক মাওলানা মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হযরত মাওলানা আবু বক্কর।

এদিকে, গতকাল বুধবার বিকেলে দর্শনা শহীদ শাহরিয়ার মুক্ত মঞ্চে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শনা থানা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের। উপস্থিত ছিলেন দর্শনা থানার সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মাজহারুল ইসলাম ও জাহিদুল ইসলাম, দর্শনা পৌর আমির সাহিকুল ইসলাম অপু এবং পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। এ উপলক্ষে দর্শনা পৌরসভার আনোয়ারপুর হেফজখানার শিক্ষার্থীদের মাঝে জামায়াতের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।


এছাড়াও, জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ১৪ বছর পর সুপ্রিম কোর্টের রায়ে মুক্তি পাওয়ায় চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন বেলা ১১টায় শিশু পরিবারের এতিমদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। দুপুরে তিনি চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে দুপুরের খাবার খান। 

অপর দিকে, এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় গতকাল বুধবার বাদ আসরের সময় মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী শোকরানা দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে। দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার জেলা আমির মাওলানা তাজউদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, নায়েবে আমির মাওলানা মহাবুব উল আলম , সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা প্রমুখ।


এছাড়া এটিএম আজহারুল ইসলাম ১২ বছর কারাভোগ শেষে মুক্তি লাভ করায় ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার যোহরের নামাজের পর ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর, জেলা নায়েবে আমির আব্দুল আলীম, সহকারী সেক্রেটারি ছাগীর আহম্মেদ, শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, জেলা সেক্রেটারি ইসরাইল হোসেন, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু প্রমুখ।




কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা