দর্শনা থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ রুবিনা খাতুন (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গেপ্তার করেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাজা উদ্ধার করা হয়। রুবিনা খাতুন দর্শনার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুন পাড়ার আবু ছদ্দির মেয়ে। গতকাল সোমবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।