বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গা উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আলমডাঙ্গা উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকার সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ মেহেদী ইসলাম। এবারের বাজেটে আয় ও ব্যয় ধরা হয়েছে সমান-মোট ৪ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার টাকা। গত বছরের তুলনায় বাজেটের পরিমাণ কিছুটা কম হলেও রাজস্ব আয়ে বৃদ্ধি এসেছে বলে জানা গেছে।


বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম মাহমুদুল হক, কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা কনা, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নান, সমবায় কর্মকর্তা মমতা বানু, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজাহান রেজা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার।


এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস, তবারক হোসেন, শেখ আশাদুল হক মিকা, এমদাদুল হক মুন্সি, প্যানেল চেয়ারম্যান মাহবুর রহমান মহাবুল, মেহেরাজ হোসেন, আহসান হাবীব, উপজেলা পরিষদের সিএ নাজমুল সাইহামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।



কমেন্ট বক্স
notebook

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত