বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভূমি মেলায় সচেতনতামূলক সভা ও সেমিনার

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় ভূমি মেলায় সচেতনতামূলক সভা ও সেমিনার

আলমডাঙ্গায় অনুষ্ঠিত ভূমি মেলার দ্বিতীয় দিনে জনসচেতনতামূলক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, উপজেলা সাব-রেজিস্ট্রার এসএম হাবিবুল্লাহ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সরকারি কলেজের প্রভাষক ড. মাহাবুব আলম ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা।

উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার সাজেদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব আহাম্মদ, আরাফত রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, কহিনূর বেগম, আমিনুল ইসলাম, নাজিম উদ্দিন, ছানোয়ার হোসেন, সাজেদুল করিম, আবুল কালাম আজাদ, মকলেছুর রহমান, আব্দুল মজিদ, সমির উদ্দিন জোয়াদ্দার, মিজানুর রহমান ও তাজমিনা আক্তার লতা।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, মিনারুল ইসলাম, ইসা খান, তোয়াক্কেল হোসেন, শাহাবুদ্দিন, খাইরুল ইসলাম, মোল্লা মতিয়ার রহমান, ইসমাঈল হোসেন, আমজাদ হোসেন, আতিকুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ