শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি অনুমোদন

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেহেরপুর জেলা শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে আসাদুল আযম খোকনকে আহ্বায়ক এবং এ কে এম জিল্লুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটি কার্যকর থাকবে।




কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আতাউল হক ও মোখলেসুর রহমান স্বপন, সদস্য আদিল করিম, মারুফ আহমেদ বিজন, মো. কামরুল হাসান, মো. নজরুল ইসলাম, আরিফুজ্জামান ও সাইদুর রহমান রিপন।



কমেন্ট বক্স