সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ‘পানির নিচে’ সমাজসেবা কার্যালয়ের প্রবেশপথ

চরম দুর্ভোগে নারী-প্রবীণ-প্রতিবন্ধীরা
  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
মহেশপুরে ‘পানির নিচে’ সমাজসেবা কার্যালয়ের প্রবেশপথ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে অল্প বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। বছরের পর বছর ধরে এমন অবস্থার মুখোমুখি হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের সামনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কিংবা বিভিন্ন অনুদান নিতে আসা নারী, বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম মানুষদের পানির ভেতর দিয়েই অফিসে প্রবেশ করতে হচ্ছে।


সেবা নিতে আসা মজিবর রহমান নামের এক প্রবীণ বলেন, ‘বয়স হয়েছে, ঠিকমতো হাঁটতেই পারি না। এর মধ্যে হাঁটু পানি পেরিয়ে ভেতরে যাওয়া খুব কষ্টকর। সরকার আমাদের সেবা দিতে গিয়ে যেখানে আরও সহজ করে দেওয়ার কথা, সেখানে উল্টো ভোগান্তি বাড়ছে।’ একই অভিযোগ করেন জলি খাতুন নামের এক নারী। তিনি বলেন, ‘ভাতার কাগজ জমা দিতে এসেছিলাম। বৃষ্টির পর চারপাশে কাদামাটি আর পানি। গায়ের কাপড় ভিজে গেছে।’


উপজেলা সমাজসেবা অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদেরও জানা আছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভাকে অনুরোধ করা হয়েছে।’ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও পৌর কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট দপ্তর তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। দ্রুত সমাধানের দাবি তাদের।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ড্রেনেজ সমস্যা চিহ্নিত করা হয়েছে। বাজেট বরাদ্দ পেলে কাজ শুরু করা যাবে। সেবা নিতে আসা মানুষজনের দাবি, ঝুঁকিপূর্ণ এই অবস্থার দ্রুত সমাধান চাই, যাতে তারা সম্মানজনকভাবে রাষ্ট্রের সেবা গ্রহণ করতে পারেন।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু