চুয়াডাঙ্গা শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহর সমাজসেবা কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আলম সনি, শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম মনা, সাংবাদিক আতিয়ার রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল প্রমুখ।