ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ও দি লেপ্রসি মিশন বাংলাদেশের সহযোগিতায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের রঘুনাথপুর কমিউনিটি ক্লিনিকে ফ্রি স্কিন ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দি লেপ্রসি মিশন বিভাগীয় প্রজেক্ট অফিসার অনন্ত বৈরাগী ও মেডিকেল অফিসার ডা. আসিফ আব্দুল্লাহ।
এছাড়া স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এইচআই ফারুক আহাম্মদ, টিএলসিএ সাইদুল ইসলাম, সিএইচসিপি সাইফুল ইসলাম ও এফডাব্লিউএ খাদিজা খাতুন। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের অঊচ প্রজেক্টের ফোকাল পার্সন রফিকুল ইসলাম।
ক্যাম্পে মোট ৫৬ জন রোগী ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩ জন কুষ্ঠ রোগী (২ পুরুষ ও ১ নারী) শনাক্ত করা হয়, যাঁরা সবাই এমবি ক্যাটাগরির রোগী। এছাড়া আরও ২ জনকে সন্দেহভাজন হিসেবে ফলোআপে রাখা হয়েছে।