বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা


‘অল এ্যানিম্যাল ডিজার্ভ এ গুড লাইফ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণির আচরণ ও কল্যাণ বিষয়ক আধুনিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও টেকসই প্রাণিকল্যাণে উৎসাহিত করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লায়েড ইথোলজী’র সপ্তম প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। 



ভেটেনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং রাজশাহী বিশ^বিদ্যালয়ে ভেটেরেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও আইএসএইয়ের কান্ট্রি লিইয়্যেশন ড. জসিম উদ্দিন, বাংলাদেশ ভেটেরেনারি কাউন্সিলের রেজিস্ট্রার ড. গোপাল চন্দ্র বিশ^াস, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের সার্জারি বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. মো.  জালাল উদ্দিন সরদারসহ যবিপ্রবি ভেটেনারি মেডিসিন অনুষদের  বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষাথৃীবৃন্দ। 



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ