চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বোয়ালমারী গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্তার বোয়ালমারী গ্রামের ছাত্তার আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, একটি নাশকতা মামলার আসামি আক্তার হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই লিটন হোসেনের নেতৃত্বে বোয়ালমারী গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল শনিবার দুপুরে আক্তার হোসেনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।