আলমডাঙ্গার আসমানখালী বাজারে চুরির ঘটনার পর ৭২ বছর বয়সী এক বৃদ্ধ হাতেনাতে আটক হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে ‘আমাদের সপ স্টোর’-এর তালা ভেঙে প্রায় এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। দোকান মালিক মনজুরুল ইসলাম নিজেই ধাওয়া করে ওই বৃদ্ধকে পাকড়াও করেন।
মনজুরুল ইসলাম বলেন, ‘এক মুরুব্বিকে আমার দোকান খেবে বের হতে দেখেছে মোবাইলে জানার সঙ্গে সঙ্গে আমি সেখানে উপস্থিত হয়। আমি সে সময় দোকানের দিকেই আসছিলাম। পরে চোরকে শনাক্ত করে পানের হাটের ভেতর থেকে ধরে ফেলি। এরপর স্থানীয়দের সহায়তায় কিছুটা মারধরের পর বৃদ্ধ চুরির বিষয়ে স্বীকার করেন। এর আগেও সে আমার দোকান থেকে দুই লাখ টাকা চুরি করেছিল। খবর পেয়ে আসমানখালী ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বৃদ্ধকে হেফাজতে নেয়।’