আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে তিনদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে প্রশিক্ষণের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে মেম্বারগণ আরও দক্ষ ও সচেতন হবেন, যা গ্রামীণ বিচারব্যবস্থাকে শক্তিশালী করবে।’
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আলী আজগর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাইফুজ্জামান টিটো। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান। প্রশিক্ষণে স্থানীয় বিচার ব্যবস্থাকে কার্যকর ও টেকসই করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।