প্রায় একশ বছরের রীতি ভেঙে বোতলজাত বাংলা মদ (সিএস) বাজারে ছাড়ল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর বন্ডেড ওয়্যারহাউজ থেকে প্রথম চালান হিসেবে ৫০০ কেস বোতলজাত বাংলা মদ প্রেরণ করা হয়। দীর্ঘদিন ধরে ড্রাম পদ্ধতিতে সরবরাহ হওয়ায় কেরুর ১৩টি গুদাম ও ৩টি বিক্রয়কেন্দ্রে অবাধে পানি মিশিয়ে মদ বিক্রি হতো। এতে সুবিধা পেতেন কতিপয় কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাবশালী মহল। বোতলজাত পদ্ধতি চালু হওয়ায় তাদের অবৈধ আয়ের উৎসে টান পড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এরই মধ্যে ডিও ইন্সপেক্টর ছানোয়ার হোসেন বোতলজাত মদ পাঠানো নিয়ে আপত্তি জানালে তাকে স্ট্যান্ড রিলিজ করে ঝালকাঠিতে বদলি করা হয়। তবে কেরুজের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ছানোয়ার নিজেই বদলির জন্য আবেদন করেছিলেন। বাংলা মদ বোতলজাত করার সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়েই হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাধা ও পরিবেশ অধিদপ্তরের আপত্তি উপেক্ষা করে বর্তমান প্রশাসন অবশেষে বোতলজাত পদ্ধতি চালু করে অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।