মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাউস আলী (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত হাউস আলী গাংনী উপজেলার দক্ষিণ ভরাট গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাউস আলীর বড় ভাই গিয়াস উদ্দিন জানান, গ্রাইন্ডিং মেশিন দিয়ে নিজের বাড়ির স্টিলের দরজা কাটছিলেন হাউস আলী। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।