স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি এম আক্তারুজ্জামান আক্তার, জেলা জাসাসের সদস্যসচিব কামরুজ্জামান লিটন, জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সভাপতি-সেক্রেটারি ও নেতা-কর্মীরা। উক্ত সভাটি সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। সভায় শহীদ জিয়ার জীবনাদর্শ ও রাজনৈতিক দর্শন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।