মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২৫ ইং
উথলী কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটি গঠন

জীবননগর উপজেলার উথলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিচালনা কমিটি গঠন হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ইউপি সদস্য মো.ইউনুচ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে আশারাফুজ্জামান মিলু দায়িত্ব পেয়েছেন। উথলী ঈদগাহ পরিচালনার পূর্বের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝণ্টুকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুইজন সদস্য হলেন- উথলী কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মেজবাহ উদ্দীন জাহিদ ও সাবেক ইউপি সদস্য ইউনুস আলী। গতকাল শুক্রবার অ্যাডহক কমিটির সদস্যরা গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে ৩ বছর মেয়াদী ১৫ সদস্যবিশিষ্ট একটি নিয়মিত কমিটি গঠন করেন।


কমিটির দাতা সদস্য নির্বাচিত হয়েছেন- আবজালুর রহমান ধীরু। নির্বাহী সদস্যরা হলেন, আব্দুর রাজ্জাক খোকন, আকবার আলী, শরিফ উদ্দিন, হামজার আলী, মোশারেফ হোসেন, শহিদুল হক পবন, নাজমুল হুসাইন, রুবেল আহম্মেদ সাঈদ, আব্দুল কাদের মুক্ত, জিল্লুর রহমান, আশরাফ আলী ও বকুল হোসেন।



কমেন্ট বক্স