বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ঝোপ থেকে উদ্ধার যুবকের অ*র্ধগ*লিত ম*রদে*হ

ময়নাতদন্ত সম্পন্ন, থানায় হ*ত্যা মামলা
  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় ঝোপ থেকে উদ্ধার যুবকের অ*র্ধগ*লিত ম*রদে*হ


আলমডাঙ্গায় জিকে সেচ খালের পাশের ঝোপ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় সদর হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে, এ ঘটনায় আলমডাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার জামজামি ইউনিয়নের যমুনার মাঠ এলাকার জিকে সেচখালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুরিশ। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর বয়সী। যুবকের পরনে ছিল লুঙ্গি। কিন্তু মরদেহটির শরীরের শার্ট বা গেঞ্জি ছিল না।

স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যায় লালু নামের এক কৃষক ওই অর্ধগলিত যুবকের মরদেহটি দেখতে পায়। তিনি ভয় পেয়ে কাউকে না জানিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসীকে মরদেহটির ব্যাপারে জানান। পরে পুলিশকে খবর দিলে জামজামি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘সদর হাসপাতাল মর্গে অজ্ঞাত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে নিহতের পরিচয় সনাক্ত না হওয়ায় লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম অজ্ঞাত লাশ দাফনকারী সংস্থাকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নম্বর ২৯, তারিখ: ২৩/০৫/২০২৫।

এদিকে, লাশ উদ্ধারের সময় স্থানীয়রা জানিয়েছিলেন, নিহতের পায়ের আঙুল, অণ্ডকোষসহ শরীরের কিছু অঙ্গপ্রত্যঙ্গ ছিল না। কোনো প্রাণি হয়ত তা নিয়ে গেছে বলে ধারণা তাদের। ওসি মাসুদুর রহমান বলেন, উদ্ধারের পর নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’




কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ